আঁলিয়স ফ্রঁসেজে গত ২৯ শে মে শেষ হয়ে গেলো চারুকলা কলেজের শিক্ষকদের আয়োজতি চিত্র ও ভাস্কর্য প্রদর্শনী। বিলম্বে হলেও এ কথা সত্য সময়ের কাছে প্রতিশ্রুতি রাখতে আর্ট কলেজের শিক্ষকেরা এগিয়ে এসেছেন। চট্টগ্রাম চারুকলা কলেজের হাজারও সমস্যার মাঝে কিছুটা আলোর আভাস ফুটতেই চারুকলা কলেজের শিক্ষকেরা যৌথভাবে চিত্র ও ভাস্কর্য প্রদর্শনীর যে উদ্যোগ নিয়েছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে।
এ শহরে দু’টি শিক্ষা প্রতিষ্ঠান চারুকলা বিষয়ক। সেই জন্যেই পেশাগত কারণে সমকালে স্ব-স্ব ক্ষেত্রে অত্যন্ত উজ্জ্বর বেশ কয়েকজন শিল্পী এ শহরে বাস করেন। কিন্ত্ত দু:খজনক হলেও একথা সত্য চট্টগ্রামে চিত্র প্রদর্শনী করার বেলায় শিল্পীরা প্রথম থেকেই কেমন যেন এক ধরনের হতাশাবোধ করে থাকেন। অনিয়মিত প্রদর্শনীর কারণে চট্টগ্রামের সাংস্কৃতিক পরিবেশে চিত্র ও ভাস্কর্যের গ্রহণযোগ্যতা ঠিক তেমনভাবে গড়ে ওঠেনি। অথচ সম্ভাবনা ছিল প্রচুর। কেন হয়ে ওঠেনি। কেন হয়ে ওঠেনি নিয়মিত চিত্র প্রদর্শনী - এ প্রশ্ন নিশ্চয় পাঠকের মনে উদয় হবে। মূলতঃ চট্টগ্রামে যখন চিত্র কিংবা ভাস্কর্য চর্চা শুরু হয় তখন ঢাকায় মোটামুটি একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। এবং যেহেতু এখানে প্রথমদিকে যারা চারুকলার চর্চা শুরু করেন তারা প্রায় সকলেই ঢাকা আর্ট কলেজ থেকে এসেছেন পেশাগত কারণে, ফলে তাদের মধ্যে ঢাকামুখী একটা মনোভাব সর্বদাই কার্যকর থাকে। পরবর্তীতে হয়তো এখানে নিয়মিত চিত্র প্রদর্শনীর আয়োজন হতে পারতো, কিন্ত্ত সমকালীন চিত্রকলার মান নির্ণায়ক সবগুলো প্রদর্শনী যেহেতু ঢাকায় হয়ে থাকে। এখানাকার পরবর্তী প্রজন্মের শিল্পীরাও ঢাকায় প্রদর্শনীর ব্যাপারে অধিক আগ্রহী হয়ে ওঠেন। একথাও সত্য শিল্প রসিক কিংবা বোদ্ধাদের সমাগম সবসময়ই চট্টগ্রামের তুলনায় ঢাকায় বেশী। তাছাড়া ঢাকায় এ ধরনের পরিবেশের ব্যাপকতাও আছে। কিন্ত্ত আজ প্রায় দীর্ঘ ২৫/২৬ বছর ধরে চট্টগ্রামে নিয়মিত চিত্রি প্রদর্শনীর আয়োজন করা হলে, এ শহরও পিছিয়ে থাকতো না। ঢাকার মত এখানেও এতাদিনে বেশকিছু Galleryতৈরী হয়ে যেতে পারত ঠিক তেমনি শিল্প চর্চার পরিবেশগত ব্যাপকতাও বৃদ্ধি পেতো। এটাও স্বীকার্য প্রদর্শনীর আয়োজনের সাথে অর্থনৈতিক ব্যাপারও জড়িত। পৃষ্ঠপোষকতার ব্যাপারে এ শহর খুব যে পিছিয়ে তা কিন্ত্ত না। ইদানিং শিল্প শিক্ষার্থীদের ঘন ঘন চিত্র প্রদর্শনীই তার প্রমাণ বহন করছে। অথচ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বার্ষিক প্রদর্শনী ভিন্ন চট্টগ্রামে এখনো কোন বড় মাপের প্রদর্শনীর আয়োজন সম্ভব হয়ে ওঠেনি।