©Tanvir Parvez. Powered by Blogger.

দুই তরুনের প্রদর্শনীর সূত্রে - ঢালী আল-মামুন

0 comments | Read more...


বিশ্বজুড়ে আজ বাজার অর্থনীতি ও ভোগবাদিতার উৎসব চলছে, যা মানুষের সংবেদনশীলতাকে গ্রাস করে তার অসহায়ত্বের ভূগোলটিকে বিস্তার করছে। জীবন ও জগতের পরিচর্যা করার যে দায়ভার শিল্পের ছিল শিল্পীরা থেকে সরে যাচ্ছেন এবং শিল্পচর্চার অধিকাংশ‍ই শিল্প নামে অবজেক্ট করণকৌশলজাত বস্তুতে রূপান্তরিত হচ্ছে। বাংলাদেশে এ প্রবণতা অপেক্ষাকৃতভাবে কর্তৃত্বপরায়ণ। এর একটি বড় কারণ হয়তো ঔপনিবেশিকতা। উপনিবেশিকতার সবচেয়ে বড় সঙ্কট পরনির্ভরশীলতা যা একটি জাতির সৃজনশীল মননকে ভেতর থেকে স্তব্ধ করে দেয়। ফ্রানৎস ফানোঁ বলেছিলেন, কলোনিয়ালিজম ইজ নট স্যাটিসফায়েড মেয়ারলি উইথ হোল্ডিং আ পিপল ইন ইটস গ্রিপ অ্যান্ড এম্পটিয়িং দ্য ন্যাটিভস ব্রেইন অব অল ফরম অ্যান্ড কনটেন্ট । আমাদের মেধা ও মননের প্রায় সব জায়গাতেই এটি স্পষ্ট। এক্ষেত্রে উপনিবেশোত্তর দেশগুলোর মধ্যে একটা সাদৃশ্য পাওয়া যাবে। তবে এরই মধ্যে এই উপনিবেশজাত হীনম্মন্যতার পাঁচিল ভেঙে নিজেদের বাস্তবতার পরিপ্রেক্ষিতে সৃজনশীলতার নতুন ভুবন প্রতিষ্ঠার উদাহরণও সৃষ্টি হয়েছে। উত্তর আমেরিকার বেশ কটি দেশ তার উজ্জ্বল দৃষ্টান্ত। এমনকি আমাদের পাশের দেশ ভারতও অনেকটা পথ অতিক্রম করে গেছে। জানি না, আমাদের অক্ষমতার এই দায়ভার আর কতকাল ঔপনিবেশিকতার ভূতটির ঘাড়ে চাপিয়ে যেতে হবে।

বিজ্ঞজনেরা জানেন যে, আমাদের তথাকথিত আধুনিক শিল্প-শিক্ষা পদ্ধতি এবং শিল্পবোধ পশ্চিমের কাছ থেকেই নেওয়া। কিন্তু পশ্চিমের এ আধুনিক শিল্প তাদের দর্শন ও সমাজ-জীবনের সমান্তরাল। আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে ব্যক্তির চর্চা সর্বত্রই এটি প্রায় অনুপস্থিত । প্রতীচ্যের আধুনিক শিল্পকলায় সমাজ ও সভ্যতার নানা বিবর্তনের সঙ্গে ব্যক্তির মননশীলতা বিরাট ভূমিকা পালন করছে, আমাদের শিল্পচর্চায় যাকে উপেক্ষিত বলা চলে। আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষাপদ্ধতি ও পৃষ্ঠপোষকতার মধ্যে এর কারণ নিহিত। এখানে অনুসন্ধিৎসু মননশীলতার পরিবর্তে অনুকরণশীল কৃৎকৌশলের ক্রিয়ানৈপুণ্যই অধিক সমাদৃত। কারুদক্ষতা একজন শিল্পীর ভাব প্রকাশের জন্য অনিবার্য, কিন্তু কারুর ক্রিড়ানৈপুণ্যে ভাব নিষ্পেষিত হলে তা আর শিল্প থাকে না, নিরেট বস্তুতে রূপান্তরিত হয়। ফলে বিস্তৃতি ঘটা সত্ত্বেও বাংলাদেশের হাল আমলের শিল্পচর্চা চিন্তা ও মননশীলতার দৈন্য নিয়ে ক্রমেই বাণিজ্যবিলাসী হয়ে উঠছে। ভাব ও বুদ্ধিদীপ্ততার যৌক্তিকতা দেউলিয়া হয়ে উঠছে আমাদের শিল্পের ভাষায় ও নান্দনিক বোধে। অভ্যাসের দাসসুলভ কিছু কৃৎকৌশল আমাদের শিল্পভাষায় মুদ্রাদোষের মত জেঁকে বসছে। বর্তমানে এটি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে এবং এর পরিপ্রেক্ষিতে নতুন চিন্তা, ভাবনা ও উদ্ভাবনী সৃজনশীলতার পরিবর্তে আমাদের নান্দনিক বোধ রক্ষণশীল হয়ে পড়ছে। এর একটি উদাহরণ শিল্পকলা একাডেমী আয়োজিত এবারের নবীন জাতীয় চারুকলা প্রদর্শনী। নির্বাচক ও বিচারকরা এই গুরুত্বপূর্ণ প্রদর্শনীটিকে একটি শিক্ষা- প্রতিষ্ঠানের বার্ষিক প্রদর্শনীতে রূপান্তরিত করেছেন। এরকম চলতে থাকলে আমাদের জাতীয় চারুকলা প্রদর্শনীগুলো নিরেট পুরস্কারনির্ভর আনুষ্ঠানিকতায় পর্যবসিত হবে। বিশ্ব-শিল্পকলায় যেখানে মূল স্তম্ভ হিসেবে কাজ করছে আইডিয়া এবং প্রথা ভেঙে শিল্পীরা যেখানে নতুন বা পুরোনো ভাবনাকে ক্রমবর্ধমানভাবে পুনর্বিবেচিত করে নতুন নতুনভাবে প্রকাশ করছে, আমরা সেখানে নিরেট কারুবস্তুর আরাধনায় লিপ্ত। যে বিমূর্ততা আমাদের শিল্পের প্রধান মাপকাঠি গত শতাব্দীর গোড়ার দিকে পশ্চিমা শিল্পভাষায় তা এক বিপ্লব হিসেবে আভির্ভূত হয়েছিল । পরবর্তীকালে নানারূপে নানাভাবে নানা জায়গায় তা বিকশিত হয়। বিমূর্ততা বা নির্বস্তুকতার মূল চরিত্র ভাবসর্বস্বতা। কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধের পরে, বিশেষ করে আমেরিকায় বিমূর্ত প্রকাশবাদের পরবর্তীকালে, এই শিল্পভাষায় অপভ্রংশের অনুপ্রবেশ ঘটে, যা হয়ে ওঠে নিরেট আলঙ্কারিক বস্তুবিশেষ । বর্তমান বাংলাদেশ হচ্ছে তার স্থায়ী নিবাস। এ কারণে অজান্তেই এক অদ্ভুত নান্দনিক বোধ আমাদের ঘাড়ে চেপে বসেছে, আমাদের রাজনৈতিক সংস্কৃতির মতোই ভিন্নতা বা বৈপরীত্যকে যা গ্রহণ করতে অপারগ। আমাদের শিল্পচর্চার নানা উৎক্রান্তি এ কারণে বিকশিত হতে পারছে না। আমাদের প্রমিত ভাষা ও ভঙ্গির কাছে যা বেয়াদপের মতো, আমাদের রুচি ও শৃঙ্খলার প্রতি যা হুমকিস্বরূপ তা আমরা বরদাস্ত করতে চাই না। শিল্প কি তাহলে ব্যক্তির অভিব্যক্তির প্রকাশ নয়, যা আসলে তার অধিকার?

ওপরের কথাগুলো লিখতে হলো কারণ আমাদের শিল্পে নতুন ভাব ও ভাষার বড় অভাব। অনেক তরুণের মধ্যেই হয়তো সেই সুপ্ত সম্ভাবনা আছে যা আমাদের ভবিষ্যৎ শিল্পকলাকে আরো সমৃদ্ধ করবে। প্রয়োজন পৃষ্ঠপোষকতা ও পরিচর্যার। এ দশকেই কয়েকজন তরুণের মধ্যে সেই উৎক্রান্তির লক্ষণ দেখা গেছে। কিন্তু পৃষ্ঠপোষকতার অভাবে প্রথার দিকে ধাবিত হয়েছে । দুই তরুণের প্রদর্শনী নিয়ে আজ লেখার এটিও একটি কারণ।

গত ১৫ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা ইনস্টিটিউটের জয়নুল গ্যালারিতে সৈয়দ আজিজুর রহমান ও তানভীর পারভেজ এ দুই তরুণের শিল্পকর্ম প্রদর্শনী শেষ হয়ে গেল । দুজনের কাজে ভিন্নতা থাকলেও শিল্পভাবনায় সাদৃশ্য রয়েছে। দুজনই শিল্পকে তাদের ভাবনার সমান্তরাল দেখতে ইচ্ছুক। তাই হয়তো তারা তাদের প্রদর্শনীটির শিরোনাম দিয়েছেন 'স্পেস- স্পেসিফিক আর্ট'। আবার ভাব ও প্রকাশের রূপ আলাদা হওয়ায় নিজেদের কাজগুলোর আলাদা শিরোনামও তারা দিয়েছেন। তানভীর পারভেজ তার প্রদর্শনীর নাম দিয়েছেন ‘হোয়েন রিয়েলিটি অ্যাপিয়ার্স ট্রান্সপ্যারেন্ট', আজিজুর রহমান দিয়েছেন ‘মেন্ডারিং ইন দ্য কনজ্যুমার কালচার'। তাদের প্রদর্শনীর উদ্বোধনীও ছিল অনুষ্ঠানবিহীন ও অনাড়ম্বর । ফলে কোনো প্রথিতযশা ব্যক্তিত্বের উপস্থিতি ওদের প্রয়োজন হয়নি। প্রদর্শনীতে তানভীর পারভেজের ছিল হাতেগোনা কয়েকটি পেইন্টিং ও দুটো স্থাপনা; আর আজিজুর রহমানের মূলতই স্থাপনা, তবে তার অনুসঙ্গ হিসেবে ছিল দুটো পেইটিং ।

পারভেজের মূল বিষয়, তার শিরোনাম অনুযায়ী, বাস্তবতা যখন স্বচ্ছতায় দৃশ্যমান । বস্তুত পারভেজের কাছে বাস্তবতা যতই স্বচ্ছ হোক না কেন তার নির্মিত ক্যানভাস ততটা স্বচ্ছ নয়, বরং খানিকটা জটিল : একদিকে মূর্ত এবং বিমূর্ততার টানাপোড়েন, অন্যদিকে উষ্ণ রং ও নিরপেক্ষ সাদা-কালোর বৈপরীত্য। এছাড়া অসংবৃত মানবদেহের সঙ্গে অতিপরিচিত রাজহংসের অতিকায় গ্রীবা ছবির সংস্থাপনায় কৌণিক টানাপোড়েনের মাধ্যমে নাটকীয় কম্পমানতা সৃষ্টি করেছে। প্রকাশভঙ্গিতে জটিলতা থাকলেও পারভেজ যে বাস্তবতাকে, অর্থাৎ ঘটমান বাস্তবতার পাশবিকতাকে, উপলব্ধি করেছেন তা বিম্বিত হয়েছে তার কাজে। সে কারণেই হয়তো পারভেজ তার শিল্পকর্মের নাম দিয়েছেন হোয়েন রিয়েলিটি অ্যাপিয়ার্স ট্রান্সপ্যারেন্ট'। পারভেজ সচেতনভাবেই কৌলিন মাধ্যম উপকরণগুলোকে এড়িয়ে গেছেন ক্যানভাসের পরিবর্তে ব্যবহার করেছেন স্বচ্ছ পলিথিন। তার পেছনে গ্লাস পেইন্টিংয়ের মতো জলজ নানা মিশ্ররঙের ওপর কাগজ সেঁটে ছবির তল নির্মাণ করা হয়েছে।

পারভেজের একটি স্থাপনা বেশ বুদ্ধিদীপ্ত। একটি বায়োস্কোপ বাক্সের মধ্যে তিনটি ভিউ- ফাইন্ডারে ক্রমান্বয়ে লেখা আছে 'আর্ট-সিম্পল আর্ট-আর্ট'। তাতে দৃষ্টি দিলে দেখা যাবে এডওয়ার্ড মানের 'ঘাসের ওপর মধ্যাহ্নভোজ', বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত শিল্পীর আঁকা নারী এবং পিকাসোর 'এভিগননের রমণীরা' ছবিগুলোর সাদাকালো অনুলিপি। সমঝদার দর্শক সহজেই বুঝে নিতে পারবেন কোনটি শিল্প আর কোনটি নিরেট শিল্প নামক অবজেক্ট। এটির তুলনায় দ্বিতীয় স্থাপনাটি বেশ দুর্বল। ইমেজের তুলনায় আয়োজন বেশ কর্তৃত্বপরায়ণ। ফলে ভাবের চেয়ে তাতে প্রকাশের ভার বেশি হয়ে পড়েছে। এছাড়া আকারে ক্ষুদ্র অনেকগুলো ছবির সম্মিলনে একটি ছবির আদল তৈরির ব্যাপারটিও পারভেজের চিত্রস্বভাবের সঙ্গে অসমঞ্জস। বরং ছবিগুলো আলাদাভাবে স্থাপন করা হলে ছবির ভাব উপভোগ্য হতে পারত।

সৈয়দ আজিজুর রহমানের স্থাপনার বিষয় মূলত বর্তমান সময়ের ভোগবাদী সংস্কৃতি । গ্যালারিতে ঢুকেই দর্শক বেশ সচকিত হবেন । এই শিল্পকর্মগুলো দর্শকের শিল্পসম্পর্কিত পূর্বধারণার বিপরীত। বড় থেকে ছোট বা ছোট থেকে বড় এই ক্রমে সাজানো অনেকগুলোপেকেজিং বাক্সের গায়ে মানবদেহের আকৃতি ও মুখ এবং পণ্য বোঝাই বাক্সের গায়ে প্রাসঙ্গিক লেখা। দর্শক যতই মনোযোগ নিবিষ্ট করবেন বাক্সগুলোর মর্মার্থ ততই খোলাসা হতে থাকবে, ততই তারা আজিজের অভিব্যক্তির কাছাকাছি হতে থাকবেন। বাক্সগুলো যেন মানুষের ভোগ- আসক্তির কারাগার। এ ধরনের বাক্সের গায়ে সাধারণত যেসব লেখা থাকে যেমন 'ফ্র্যাজাইল'- মানবদেহের আকৃতি-সম্বলিত এ লেখা আর পূর্ব অর্থে সীমাবদ্ধ থাকে না, প্রতীকী তাৎপর্যে তা অন্য অর্থে রূপান্তরিত হয়। এ শিল্পকর্মটিকে আজিজ স্থাননির্দিষ্ট করার প্রয়াসী হলেও স্থাপনাটি স্থানাভাবে ভাবপ্রকাশে খানিকটা পিষ্টই বটে। স্থাপনার অনুসঙ্গ হিসেবে ব্যবহৃত আজিজের চিত্র দুটো আমাদের তথাকথিত নান্দনিক বিচারেও চমৎকার। লাল-কালো বিমূর্ত চিত্রটির সামনে একটি মাউথপিস বসানো হয়েছে। এটি কি কোনো আনুষ্ঠানিকতার ইঙ্গিত, নাকি বিমূর্ত চিত্র নিয়ে খুনসুটি?

চিন্তার ঐক্য থাকলেও শিল্পী দুজনের কাজের ধরনের কারণে একই গ্যালারিতে প্রদর্শনীটি যথাযথ মনে হয়নি। তবু এই দুই তরুণের বুদ্ধিদীপ্ত উদ্যোগকে স্বাগত জানাই। সীমাবদ্ধতা এবং অক্ষমতা শত্রুতা করে আসছে সৃজনশীল মানুষের সঙ্গে। একে অতিক্রম করাই একজন সৃজনশীল ব্যক্তির কাজ। এ লেখাটির সঙ্গে প্রাসঙ্গিক বলে চিত্রকলা বিষয়ে রবীন্দ্রনাথের একটি কথা দিয়ে শেষ করছি :

যে-সব গুণীর সৃষ্টিতে রূপ আপনার প্রমাণে, ভাব আপনার লাবণ্যে, প্রতিষ্ঠিত হইয়া আসিয়াছে তাহারাই ক্লাসিক হইয়াছে। তাহারাই নিত্য হইয়াছে। অতএব চিত্রকলায় ওস্তাদের ওস্তাদি, রূপে ও ভাবে তেমন নয়, যেমন প্রমাণে ও লাবণ্যে। এই সত্য ওজনের আন্দাজটি পুঁথিগত বিদ্যায় পাইবার জো নাই। ইহাতে স্বাভাবিক প্রতিভার দরকার। দৈহিক ওজনবোধটি স্বাভাবিক হইয়া উঠিলে তবেই চলা সহজ হয়। তবে নতুন নতুন বাধায় পথের নতুন নতুন আঁকেবাঁকে আমরা দেহের গতিটাকে অনায়াসে বাহিরের অবস্থার সঙ্গে তানে লয়ে মিলাইয়া চলিতে পারি। এই ওজনবোধ একেবারে ভেতরের জিনিস যদি না হয় তবে রেলগাড়ির মতো একই বাঁধা রাস্তায় কলের টানে চলিতে হয়। এক ইঞ্চি ডাইনে বাঁয়ে হেলিলেই সর্বনাশ। তেমনি রূপ ও ভাবের সম্বন্ধে যার ওজনবোধ অন্তরের জিনিস সে ‘নব-নবোনোষশালিনী বুদ্ধির পথে করা সৃষ্টিকে চালাইতে পারে। যা সে বোধ নাই সে ভয়ে ভয়ে একই বাঁধা রাস্তায় ঠিক এক লাইনে চলিয়া পোটো হইয়া কারিগর হইয়া ওঠে। সে সীমার সঙ্গে সীমার নতুন সম্বন্ধ জমাইতে পারে না। এইজন্য নতুন সম্বন্ধমাত্রকে সে বাঘের মতো দেখে।



Of Eyes and Angles by Mustafa Zaman

0 comments | Read more...


For the young, the lure of the unusual is as strong as the lure of the forbidden. Two young artists have revealed their vulnerability to it. They fell prey to the strong attraction of the new and the unexpected, and in the process expressed themselves to immeasurable extend exploiting certain material and style. Whether they succeeded in their effort to communicate a new vocabulary of art is a question to which the answer will have to wait. An opinion can only be produced after surveying their numerous other works, if they continue to speak the same language in the future. One particular show of this nature is not enough to provoke a judgement. But, judging by their strong will voiced during the exhibition, one gets a feeling that they seriously pondering to break free of the conventions. If by treading upon hitherto untrodden ground they can deliver what they promise to deliver it will only be our gain.

As for this present exhibition, one can only say that the style they proposed is still at its infant stage. If they remain stuck to their declared faith, future may bring success, for which the criterion is either authenticity or aesthetic integrity.

Tanvir Parvez and Syed Azizur Rahman, at firsts gaże, look like an odd pair. The former artist, a tall, bespectacled young man and the later, small, thin, glum faced young man, both of them, aficionados of avant- garde of the west and intent on experimenting with sight specific art works.

Rahman wanted address the issue of the product oriented culture that at present, threatening to engulf all the human achievements that enrich our present and will undoubtedly build our future. His intention was social satire in the form of installation. Upon several cardboard boxes he drawn sketchy pictures of human body and written words that correspond to various kinds of products like-'fragile', 'handle with care', 'export quality' and few other comments of his own concoction further elucidate his stand regarding the market madness. These boxes of different size are placed in the gallery according to the hierarchy of height to illuminate the human condition in its stark directness. He does not believe in ambiguity, and his intensity of intention is also being heightened by the presence of two boxes (tallest of them all). On the top of each squire glass jar that contain blindfolded. human head is placed. The statement is as clean as it can be.

Problem number one lies in the arrangement of the boxes, there is not much space in between so that a viewer can comfortably roam about among them which could have given this work not only a visual quality but also made its obvious message written on the boxes easily readable. Problem number two has to do with its obviousness, which may not seem like a problem to all. Social comments in art, always puts the artist in a difficult position. The dilemma of whether to turn the thought into a phenomenon that is recognised by personal motifs - - which make the art work personal, as such, even a little ambiguous, or whether to remain faithful to the message and also to the viewers-- making the meaning too obvious. Perhaps, true satire and socially preoccupied art finds its force from both of these two conflicting poles of thoughts. But for Rahman it is the intention that got the upper hand. He did not trust the imagination of the viewers. But, true art should always leave some space where the onlooker's imagination can work towards a meaningful discovery; a process that may or may not lead the viewer to the artist's exact message, but certainly in the vicinity of his thoughts and expression.

Although Parvez professed to have installed sight specific works, there were only two installed contrivances and others were five painting done on polyethylene sheets. In one squire painting, he pasted a found circular plastic object with marvelous visual effect. But his artistic experimentation has found its proper expression in a sound- box-like device that had three peepholes attached to it, each providing opportunity to look at a picture of a painting cleverly installed inside the box. But what unfurl in front of the viewer, are not simple arrangement of three different works of three different painters. One at the bottom is Les Demoiselles d'Avignon', by Picasso, and the bottom one, monet's 'Luncheon on the Grass' and in the middle, one of Chandra Shekhar's usual exotic lady in all her sensual vigour. The comment is not obvious but the artist did provide a cue. Across the peephole in the middle, he puts a comment of Shekhar on his own artistic endeavour; Parvez lifted it up from the catalog of the artist's last solo. In the form of a motto, the word 'Simply art' not only make the intended pun clear, but it also provide a punchline and in turn the viewers stand closer to understanding the vapidity that clearly define our national destitute state regarding aesthetic thoughts. But to be able to follow the cue, one will have to be acquainted with the masterpieces and what they signify and also the indigenous one by Shekhar and what it fails to achieve.

The painting that Parvez did are crammed with forms. Though free of any rigid delineation of easily recognisable elements, somehow, his paintings are unable to woo the viewer to their own domain. Paiting is not only here to be appreciated alone, it is about to be absorbed by its imageries and seeing things from the point view of a different person. Then, again one can say that time will tell whether he would be able to work the magic that he so successfully done with his peepshow box. The drawings on separate sheets of glasses and their arrangement-his second installation- does not seem to strike the right cord. But, variety in expression always provides the chance for the artist to explore uncharted territory.

As an American critic wrote "May the true artist be called partisan in the assertion of his individuality and freedom, in his faith in the integrity of his expression". This faith these two young artists do have and partisan, they are, regarding their approach towards art and what they say. What left to be seen is that they remain the same both in action and thought.



Dhaka Art Summit 2016: An Epiphany…

0 comments | Read more...

 


It started at 5th February 2016. They called it the largest art summit of the world. This program made the highest participant attention. But what had happened inside it? Now it's time to re-analyze it. Rethink about it. Because it is known country's biggest art event and such an event represents country's philosophical and visual taste; maybe it is a commercial event of a private group of company who organized it so they have enough right to represent it in their own way. But as a viewer I feel I have some responsibility to make this event more appropriate and I highly appreciate this event not only its size, taste and attitude that organizers showed us but also as in same time I must say that this year there are too many works or presentation or representation in a place which make people suffocated. We know about Asian art biennial which is always try to make itself as the largest art event but finally we lost a beautiful art arrangement. I hope that organizers think about it and recall our past experience and put their exact future footsteps and make this event glorious day after day.
Art is not science and there is not any rule or formula that human civilization creates the absolute path or process for art work. It depends on individual own searching way, as in same time way of thinking depends on your earlier process of thinking. Actually your own reality makes you to think that way. Reality is an experience. Experience makes you solving problems and problem is what tormented you for few moment. Art comes from individual’s psychological process and you never think or see like other people. So you can not represent your art object as same as another artist’s art work, no one has no right to copy other innovations as in same time everyone has that right in which way he or she can choose his or her artistic journey. Art is always a way of finding individual own. The year 2016, we believe that we have right to rethink and reconstruct our way of thinking, way of presentation and finally deconstruct our earlier values. At the same time we have to recall our country's art movement. We always believe that our earlier art movement is based on western art activities; at that time we claimed that our first generation artists forget our rich culture and heritage. That art movement never represents our country culture, even we don't find any innovative presentation in the world contest. Now we discover a long way to recreate our past by our next art movement, we stand on a strong base. Now this summit memorizes me one fearsome question that to prove ourselves as modern artists. Perhaps we invite our old past and walk on the same path. We believe that artist always thinks one step early before people thought, so recall your past to reconstruct your way of thinking process and present your innovative presentation. Finally I must appreciate organizers’ hard work and their strong steps to arrange this event.


বাণিজ্যিক সংস্থার পরিচয় উপস্থাপনে ব্যবহৃত অলংকরণ রুপায়নে সীমাবদ্ধতা ও সম্ভাবনা

1 comments | Read more...
খুব সম্প্রতি কোন এক ব্যাংকের বর্ষ শুভেচ্ছা বিজ্ঞাপনের দৃশ্য উপস্থাপনে স্বনামধন্য একটি  বিদেশী সুগন্ধির বিজ্ঞাপনে ব্যবহৃত দৃশ্যটি সরাসরি  উপস্থাপনে করে সংবাদ পত্র সহ সকল সোশাল মিডিয়াতে বেশ সারা ফেলে  দিয়েছে। সবাই খুব হাসাহাসি করেছে ব্র্যান্ড ম্যানেজার, ভিজুয়ালাইজার ইত্যাদি নানান লোকদের বংশ উদ্ধার করা হয়েছে। এর বেশ কিছুদিন আগে আমরা শুনেছি কোন এক দেশী টেলিভিশন চ্যানেলের  লোগো হুবহু অন্য একটি জনপ্রিয় বিদেশী টেলিভিশন চ্যানেলের  লোগো থেকে কপি করে উপস্থাপন করা হয়েছে। বস্তুত: এই দেশে এ ধরনের ঘটনার উদাহরণ এবং বিবরণ সহস্র উপস্থাপন করা যাবে। ঘটনা ঘটার পরে বিষয়টি নিয়ে সবাই কিছুদিন হাসাহাসি করে তারপর ভুলে যায়।

নতুনদের শিল্পচর্চা

1 comments | Read more...

Dilara Begum Jolly-Before-the-end-of-time-4
বাংলাদেশে শিল্পচর্চার পঞ্চাশ বছর অতিক্রান্ত হলো বিশ্বশিল্পের ইতিহাসের পরিপ্রেক্ষিতে সময়টা খুব বেশি কিছু নয় তাছাড়া দেশের বৃহত্তর জনসাধারণের কাছেও এর অবয়ব এখনো তেমন স্পষ্ট হয়ে ওঠেনি নিরক্ষর জনগোষ্ঠীর কাছেই শুধু নয়, শিক্ষতজনেরাও চারুশিল্পচর্চা সম্পর্কে তেমন কোন ধারণা রাখেন না তবু দেশে শিল্পচর্চার পাঁচটি প্রতিষ্ঠানে প্রতিবছর অনেক শিক্ষার্থী এসে হাজির হন শিল্পচর্চার আকাঙ্খা নিয়ে পেশাজীবনের অনিশ্চয়তার কথা জেনেও তাঁরা এই পথ বেছে নেন

শিল্পীর স্বকীয়তা এবং প্রাতিষ্ঠানিক শিল্প-শিক্ষা

0 comments | Read more...

মানুষের আত্যন্তিক জীবন জিজ্ঞাসার সঙ্গে তাঁর শিল্পজিজ্ঞাসা ওতপ্রোতভাবে যুক্ত। এ জিজ্ঞাসা ব্যক্তিসত্তাকে কেন্দ্র করে আবর্তিত হয়। তাই ব্যক্তিসত্তা ও শিল্পসত্তার মিশ্রণের ফলেই মৌলিক সৃষ্টির উন্মেষ ঘটে। শিল্পীর মৌলিকতা অর্থে শিল্পীর স্বাতন্ত্র সৃষ্টির অভিপ্রায়, প্রকৃতপক্ষে অজ্ঞাত পথে স্মৃতির সঙ্গে ব্যক্তির সংবেদনের যে নিগূঢ় সম্পর্ক সেই মনস্তাত্ত্বিক পর্যায় থেকে উদ্ভাসিত শিল্পকর্মই সেই শিল্পীর স্বাতন্ত্র সৃষ্টি। তাহলে শিল্পের সঙ্গে ব্যক্তির মনস্তাত্ত্বিক প্রক্রিয়া সম্পর্কিত আবার ব্যক্তিসত্তাকেও নিয়ন্ত্রণ করে মানুষের মনস্তাত্ত্বিক প্রক্রিয়া,এ কথা বলার অপক্ষো রাখে না, মনস্তাত্ত্বিক প্রক্রিয়া শিল্পসত্তা ও ব্যক্তিসত্তার উৎস ভূমি। ব্যক্তিসত্তা ও শিল্পসত্তা আলাদা হলেও এদের মাঝে যোগসূত্রের বন্ধন রচনা করে। সৃষ্টির পথে পা বাড়ালে সেই শিল্পকর্মটি স্বাতন্ত্রের দাবি রাখে। তাই শিল্পীর মৌলিকতা অর্থে সেই সব মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার অপমৃত্য নয় বরং উন্মেষ। জীবন চলার পথে প্রতিনিয়তই মানুষ চারপাশের সমস্যা সমাধানের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করে। অভিজ্ঞতা মানুষকে পরিশীলিত, পরিমার্জিত করে তোলে ঠিকই কিন্তু তার ব্যক্তিসত্তাকে খর্ব করে না। তাই শিল্পচর্চার পথে ব্যক্তিসত্তার পূর্ণ বিকাশের জন্য অনুশীলনের মাধ্যমে আপন অভিজ্ঞতাকে আরো পুষ্ট করতে হয়। কিন্তু এই অনুশীলন যেন মনস্তাত্ত্বিক প্রক্রিয়াগুলেরা মৃত্যু না ঘটায়।

শিল্পচর্চার মত সৃজনশীল কাজে উদ্ভাবনী শক্তির বিকাশের পথে অভিজ্ঞতায় পুষ্ট মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার বলিষ্ঠ উন্মীলন আবশ্যক। কিন্তু কোন কারণে নিজস্ব মনস্তাত্ত্বিক বিকাশের পথ রুদ্ধ হলে, শিল্পী হয়ে ওঠে আশ্রয় প্রধান। আপন শিল্পচর্চার পরিবর্তে অনুকরণপ্রিয়তাই হয়ে ওঠে শিল্পীর প্রধান উপজীব্য, শিল্পী হারান তার মৌলিকতা, শিল্পচর্চার পথ উন্মুক্ত না হয়ে যদি তা রীতিবন্ধ হয়, তার ব্যক্তিসত্তা ও শিল্পসত্তা আলাদা হয়ে পরে, আর রীতিবদ্ধতা মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার বলিষ্ঠ উন্মীলনের প্রতিবন্ধক।

ভিন্ন ভাবনাঃ নবীন চারুকলা প্রদর্শনী

0 comments | Read more...



বাংলাদেশের শিল্পকলাচর্চার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো এ বছর। বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজিত দ্বাদশ নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী গত ২৫ এপ্রিল চট্টগ্রামে আয়োজনের মধ্য দিয়ে, ঢাকাকেন্দ্রিক শিল্পচর্চার ধারাকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগ অবশ্যই এক বাক্যে প্রশংসনীয়। শিল্পকলা একাডেমীর জাতীয়ভিত্তিক দুটি প্রদর্শনীর একটি আয়োজন চট্টগ্রাম করার মধ্য দিয়ে বাংলাদেশে পঞ্চাশ বছরের চারুকলাচর্চার ব্যাপকতার বিস্তৃতিসকলের কাছে যেমন উন্মোচিত হলো, ঠিক তেমনি এক অঞ্চলের শিল্পীদের সঙ্গে অন্য অঞ্চলের শিল্পীদের শিল্পধারণা প্রসঙ্গে মত বিনিময়ের পথটি অনেক দূর সুগম হলো। আশা করা যায়, সীমিত পরিসরের গন্ডি উন্মোচনের এ অধ্যায়ের সুবাতাস বইবে ভবিষ্যতেও।

চট্টগ্রামে চারুকলা কলেজ প্রাঙ্গণে আয়োজিত দ্বাদশ নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীতে ২২৭টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রায় অর্ধ সহস্রাধিকের চেয়ে বেশি শিল্পকর্মের মধ্য থেকে ৫ জন বিচারক এই শিল্পকর্ম নির্বাচনের কাজটি পরিচালনা করেন। বাছাইপর্ব মূলত শিল্পকর্মের কালার স্লাইড কিংবা ফটোগ্রাফ থেকে করা হয় বলে এই নির্বাচন প্রক্রিয়াটি কিছুটা কঠিন।